ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। কাজ করেছেন তেলেগু, তামিল ও মালায়ালাম সিনেমাগুলোতে। তবে এবার বলিউডে পা রাখছেন এই দক্ষিণী অভিনেত্রী।
২০১৯ সালে প্রযোজক আল্লু অরবিন্দ রামায়ণের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণে ঘোষণা দিয়ে ছিলেন। সেই সঙ্গে সিনেমার প্রযোজনাও করবেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নীতীশ তিওয়ারি। তিন বছর পর ছবি নায়িকার নিয়ে গুঞ্জন ছাড়াচ্ছে।
গুঞ্জনটি হলো অভিনেত্রী সাই পল্লবী রামায়ণ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন। পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত রামায়ণ সিনেমায় তাকে সীতার ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে।
তবে সাইন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তারকা কাস্ট সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নয় তারা। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করতে পারছেন না নির্মাতারা। তবে সব ঠিক থাকলে আগামী বছরে মে মাস নাগাদ ছবির শুটিং শুরু হবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :