বায়োস্কোপে সম্পূর্ণ ফ্রি-তে দেখা যাচ্ছে ‘গলুই’


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৩/১২/২০২২, ২:২১ অপরাহ্ণ / ২৪
বায়োস্কোপে সম্পূর্ণ ফ্রি-তে দেখা যাচ্ছে ‘গলুই’

“গলুই” সিনেমা দিয়ে প্রথমবার শাকিবের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে  নির্মিত হচ্ছে এটি।

২০২০-২১ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’। সরকারী অনুদানের পাশাপাশি ‘গলুই’ প্রযোজনা করেন খোরশেদ আলম খসরু। গত রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গলুই’। দেশের পর ‘গলুই’ মুক্তি পায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও। সিনেমায় শাকিব-পূজার রোমান্স জয় করে নেয় দর্শকদের হৃদয়।

এবার শুধু বড় পর্দায়ই নয়, সম্প্রতি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে সম্পূর্ণ ফ্রি-তে দেখা যাচ্ছে ‘গলুই’। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির ডিজিটালি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা জাহিদ হাসান অভি।

এতে শাকিব খান ও পূজা ছাড়াও অভিনয় করেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সৌমু চৌধুরী প্রমুখ।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ