বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ০৬ নভেম্বর ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন। সম্প্রতি সন্তানের নাম প্রকাশ করলেন। অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মেয়ের নাম জানালেন আলিয়া ভাট।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেয়ের নাম এবং তার ব্যাখ্যা জানিয়েছেন আলিয়া ভাট। তাদের মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। মেয়ের জন্য ছোট্ট নাম বেছে নিয়েছেন রণবীর-আলিয়া। বার্সেলোনা ফ্যান রণবীর খুদের নাম লেখা জার্সিতে একটি ছবি পোস্ট করেন।
পোস্টে আলিয়া লিখেছেন, রাহা নামটা রেখেছেন ওর দাদি। এই নামের অনেক সুন্দর অর্থ রয়েছে। রাহা শব্দের অর্থ একটি পবিত্র পথ।আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ। আর একদম ওর নামের সঙ্গে মিলিয়েই প্রথমবার যখন ওকে আমরা হাতে ধরেছি, এই সবকিছু আমরা অনুভব করেছি! ধন্যবাদ রাহা, আমাদের পরিবারকে প্রাণশক্তিতে ভরিয়ে তোলবার জন্য। মনে হচ্ছে আমাদের জীবনটা সবে শুরু হল’।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ