জেলায় সর্ব প্রথম মাদক মামলায় ১ জনকে মৃত্যুদন্ড

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

৯ জুন, ২০২২, ১ year আগে

জেলায় সর্ব প্রথম মাদক মামলায় ১ জনকে মৃত্যুদন্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। উক্ত মামলায় অপর এক আসামী বেকসুর খালাস দেওয়া হয়েছে। কক্সবাজারে মাদক মামলায় এটিই প্রথম মৃত্যুদণ্ড।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ফরিদুল আলম এ রায়ের সত্যতা নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ আরিফ ওরফে মৌলভি আরিফ (৩৬)। সে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২'র ডি-৫ ব্লকের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় মোহাম্মদ আরিফসহ আরও একজন ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় র‌্যাব-৭ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। সময় ঘটনাস্থল হতে বালুখালী রোহিঙ্গা শিবিরে বসবাসকারী সাদেক নামে এক ব্যক্তি পালিয়ে যায়।

উক্ত ঘটনায় তৎকালীন র্যাবের কর্মকর্তা মো. শাহদাত হোসেন বাদী হয়ে আটক ও পলাতক দুই জনকে আসামী করে উখিয়া থানায় একটি মাদক মামলা রুজু করেন। আদালত চার্জসিট পর্যালোচনা করে এবং স্বাক্ষীদের ব্যক্তব্যে স্বাক্ষগ্রহণ শেষে আসামি মোহাম্মদ আরিফ কে মৃত্যুদন্ড এবং মোহাম্মদ সাদেককে বেকসুর খালাস প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর /মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news