বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

প্রাণিসম্পদে সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার প্রাণিসম্পদ আয়োজনে ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধণ করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ রায়হান পিএএ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বগুড়া-০৫ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ হাবিবর রহমান।

উপজেলা কৃষিবিদ সানজিদা হকের সঞ্চালনায় ও ডা: মোঃ গাউসুর রহমান আলাল এর প্রাণি উন্নয়ন তথ্যচিত্র উপস্থাপনে এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র বগুড়ার ডা: সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানা অফিসার্স ইনচাজ মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, কৃষিবিদ কল্পনা রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাসুদ রানা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: জান্নাতুল ফেরদৌস, ডেইরি ওলাম এসোসিয়েশন সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববিসহ প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি ও গ্রাণিসম্পদের বিভিন্ন শ্রেনির উদ্যোক্তা বৃন্দ।

প্রদর্শনীতে ছোট বড় প্রায় ৫০টি স্টল অংশগ্রহণ করেন। বিচারক কমটির মূল্যায়নের ভিত্তিতে ৩ ক্যাটেগরিতে ৯জন ও একটি বিশেষ স্টল কে সম্মানী চেক, সম্মাননা সনদ, ক্রেস্টসহ সকল অংশ গ্রহনকারীদের সম্মাননা সনদ, ক্রেস্ট প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news