“মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উদযাপন”
পত্রিকা একাত্তর
প্রকাশের সময় : ২২/১১/২০২২, ৮:৪৬ পূর্বাহ্ণ /
৮৬
আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। অনেক শিশু সুবিধা ও পরিচর্যার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। দেশের সর্বত্রই সুবিধাবঞ্চিত রয়েছে। তাদের কেউ টোকাই কেউবা ফুল বিক্রেতা, কেউবা এতিম। অনেকেই আছে যারা কিছুই করে না। অল্প কিছু টাকা যোগাড় করে কোনোরকমে তাদের পরিবার চলে। তাদেরও স্বপ্ন থাকে সমাজে অন্যান্য শিশুদের মতো বেড়ে উঠার, আনন্দ করার। তাদের সেই ইচ্ছেকে প্রধাণ্য দিয়েই এমন প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন তাদের ১০ বছর পূর্তি উদযাপন করে।
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ক্ষণিকের আনন্দ ছড়িয়ে দিতেই ব্যতিক্রম এই আয়োজন। শতাধিক শিশুর নিয়ে সারাদিনব্যাপী খেলাধুলা, খাবার বিতরণ, এবং কেক কাটার মাধ্যমে শিশুদের মাঝে এক অন্যরকম দিন উপহার দেন সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সুজন কুমার শীল সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই তাদের কল্যাণার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। মৌলিক শিক্ষা এবং নৈতিক জ্ঞান প্রদানের জন্য শিশুদের জন্য রাজধানীর উত্তরখানে বর্ণকথা ইশকুল প্রতিষ্ঠা করেছি এছাড়াও আমাদের পাঠাগার কার্যক্রম পরিচালনা সহ বিগত ১০ বছরে ৫০০০০ হাজারেরও বেশি মানুষকে নানা ভাবে সহায়তা করেছে, ১০ বছরে ১৫০টির অধিক একদিনের ইভেন্ট করেছে, যেমন শীতকালীন কম্বল বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, কোরআন শরীফ বিতরণ, রমজানে ইফতার বিতরণ, রক্তদান কর্মসূচী, করোনা মহামারীতে অসচ্ছল পরিবারকে বিনামূল্যে খাবার প্রদান। এর পাশাপাশি বিনামূল্যে মাস্ক ও পিপিই বিতরণ করেছি। সেই সাথে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা সহ দেশ উন্নয়নমূলক বিভিন্ন প্রকার কর্মসূচী গ্রহণ করে অবদান রাখে আসছে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন।
পত্রিকা একাত্তর/ রুবেল মিয়া
আপনার মতামত লিখুন :