দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটি। নোহালী ইউনিয়নের বাগডহরা গ্রামে সংগঠনের সদস্যরা আজ রবিবার শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।
রবিবার (২০ নভেম্বর) সকালে বাগডহরা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সদস্যরা।
এসময় ৯নং নোহালী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বকুল মিয়া ও নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সভাপতি মিঠু সরকার, সহ-সভাপতি খাদিমুল ইসলাম মুন্নাসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক আব্দুল হারিচের তত্ত্বাবধানে যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিলন মিয়াসহ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা শীতবস্ত্র বিভিন্ন এলাকার তালিকাভুক্তদের কাছে পৌঁছে দেন। নোহালী ইউনিয়নের চার শতাধিক শীতার্ত পরিবারকে শীতবস্ত্র উপহার দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নিবেদিত কর্মীরা।
যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সব সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সভাপতি মিঠু সরকার। বিগত করোনা মহামারিতেও নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সদস্যরা ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী (মাক্স) পৌঁছে দিয়েছে সংগঠনটি।
এ ছাড়াও বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও গৃহহীনদের গৃহনির্মাণে সহায়তা দিয়েছে সংগঠনটি।
পত্রিকা একাত্তর/ সানজিম মিয়া
আপনার মতামত লিখুন :