নড়াইলে শ্রী শ্রী হরি লীলামৃৃত স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ১৯/১১/২০২২, ২:৩১ অপরাহ্ণ / ৩৫
নড়াইলে শ্রী শ্রী হরি লীলামৃৃত স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

নড়াইলে ১৮টি শ্রী শ্রী হরি লীলামৃৃত স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল এর প্রয়াত সভাপতি রুপকুমার মজুমদারের বিদেহী আত্বার শান্তি কামনা ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।

আজ সকাল ১০ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার আয়োজনে রোটারী ক্লাব অব আগ্রাবাদ সৌজন্যে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে মতুয়া অলোক পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র
বোস। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আনজুমান আরা, শরীফ ফাউনেন্ডশনের চেয়ারম্যান ডক্টর আশরাফুজ্জামান ঝিন্টু,রোটারিয়ান ফরিদা ইয়াসমিন প্রমূখ।

সবশেষে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল এর প্রয়াত সভাপতি রুপকুমার মজুমদারের বিদেহী আত্বার শান্তি কামনা করা হয়।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু