নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে বাল্যবিবাহ, মাদক, জুয়া সহ বিভিন্ন অপকর্ম প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কেতকীবাড়ী ঘুনুরাম মাঠে ডোমার থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী। এতে সভাপতিত্ব করেন—২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম রোমান।
এসময় আরও বক্তব্য রাখেন—চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম বসুনিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ঘুনুরাম জিআর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জিয়াউল কবীর জিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, কেতকীবাড়ী ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল সালাম, এসআই মো. হামিদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে।
বিট পুলিশিং সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কেতকীবাড়ী ইউপি সদস্য, শিক্ষক, পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/রিশাদ