জৈব সারের বিকল্প কিছুই নাই


উপজেলা প্রতিনিধি, মনিরামপুর প্রকাশের সময় : ১২/১১/২০২২, ১১:০২ অপরাহ্ণ / ৫৫
জৈব সারের বিকল্প কিছুই নাই

পৃথিবীকে বাসযোগ‍্য করার জন্য জৈব সারের বিকল্প কোন কিছুই নাই: উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন।
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন বলেছেন, বতর্মান পৃথিবীকে বাসযোগ‍্য করতে হলে জৈব সারের কোন বিকল্প নেই। জৈব সার রাসায়নিক সারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং গাছের সামগ্রিক বৃদ্ধিসহ ফল ধারণে সহায়ক ভূমিকা পালন করে থাকে।আজ ১২ নভেম্বর বিকাল ৪ টর দিকে ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় বেসরকারী সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পরিবেশ বান্ধব জৈব কৃষি কর্মসূচির আওতায় কেঁচো সার উৎপাদন ও ব‍্যবহার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি একথা বলেছেন ।

তিনি আরও বলেছেন, মাটিতে সঠিক মাত্রায় জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম সার প্রয়োগ না করায় ধীরে ধীরে মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাছাড়া রাসায়নিক কৃষি উপকরণের এলোপাতাড়ি ব‍্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ায় সর্বস্তরে বাড়ছে দূষণের মাত্রা। এবং জনস্বাস্থ‍্য জন্য মারাত্মক হুমকির। তাই সঠিক পদ্ধতিতে জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষমমাত্রায় সার প্রয়োগে কৃষকদের সচেতন হওয়ার কথা বলেন।

বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ‍্যক্ষ লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ১৭ নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু,সাবেক চেয়ারম্যান বিএম মোস্তফা মহিতুজ্জামান, মশিয়াহাটি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রনব কুমার সরকার, ১৭ নং মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালীপদ মন্ডল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বালিধা পাচাকড়ি মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত মন্ডল, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ও দি হাঙ্গর প্রোজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী অমর রায়।অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগের ১৭ নং মনোহরপুর ইউনিয়ন আহ্বায়ক তাপস মন্ডল।অতিথিবৃন্দ শেষে স্থানীয় জৈব সার উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ সহ এই কার্যক্রমের প্রশংসা করেন।দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণপ্রাপ্ত এবং ব‍্যবহারকারীপ্রায় ৭০ জন নারী পুরুষ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/কে,এম,মোজাপ্ফার হুসাঈন