পঞ্চগড় বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


উপজেলা প্রতিনিধি, বোদা প্রকাশের সময় : ১২/১১/২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ / ৭৯
পঞ্চগড় বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

পঞ্চগড় শহরের মাছহাটির পূর্ব অংশ(চুরি পট্টি , মুড়ির ও মুরগির দোকান) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট,রেড ক্রিসন সোসাইটি ও স্থানীয়রা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ শনিবার (১২ নভেম্বর ) আনুমানিক রাত ১.০০AM অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মধ্যরাতে হওয়ায় বাজার বন্ধ থাকায় কোনো প্রাণহানি বা বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।পঞ্চগড় জেলার ফায়ার সা‌র্ভিস উপপ‌রিচালক বলেন, পঞ্চগড় সদর ফায়ার সা‌র্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আছেন, পরিস্থিতি ভয়াবহ দিকে গেলে পাশের উপজেলা বোদা ও আটোয়ারী থেকে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন

।ভোর ৩.৩৫ টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারে সড়কটি সরুগ‌লি পথ হওয়ায় গা‌ড়ি প্রবেশ ক‌রতে পারেনি। করোতোয়া নদীতে পাম্প বসিয়ে আগু‌নে পা‌নি দেওয়া হয়েছে। তবে কী কার‌ণে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে তা এখন বলা সম্ভব নয় বলে তি‌নি জানিয়েছেন । ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা সম্ভব হয়নি।

পত্রিকা একাত্তর/শিশির আসাদ