কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকায় স্কুল শিক্ষিকা রোকসানা খানমকে শিল-পাটার নোড়া দিয়ে মাথায় আঘাত করে হত্যার দায়ে ভাতিজা নওরোজ জাবিদ নিশাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নিশাতের বয়স যখন ৪ বছর তখন তার বাবা মারা যান।
তারপর থেকে স্কুল শিক্ষিকা ফুফু তাকে সন্তানের মতো লালনপালন করে বড় করেছে। নিশাত মাদকাসক্ত ও অনলাইন জোয়ায় আসক্ত ছিল। এসব বিষয় নিয়ে ফুফু-ভাতিজার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে নিশাত ক্ষিপ্ত হয়ে তার ফুফুকে পূর্বপরিকল্পিতভাবে রোববার দিবাগত গভীর রাতে নির্মমভাবে হত্যা করে।
স্কুল শিক্ষিকা নিসন্তান ছিলেন। নিশাতকে তিনি নিজের সন্তানের মতো মনে করতেন, স্নেহ-ভালোবাসা দিয়ে ১৫ বছর ধরে লালনপালন করেছে। আর সেই নিশাত তার ফুফুকে খুন করেছে। হত্যাকারী নিশাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :