শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে কেয়ামনি (২৪) মাস বয়সী ১ শিশু কন্যার মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর সোমবার পড়ন্ত বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের রিক্সা চালক হানিফ উদ্দিনের মেয়ে। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে বসত ঘরের সামনে কেয়ামনি খেলা করতে ছিল।
পরিবারের অন্য সদস্যরা এসময় গৃহস্থালী কাজ নিয়ে ব্যস্ত থাকায় সকলের অলক্ষ্য বাড়ীর পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কেয়ামনিকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পায়।
পরিবারের লোকজন কেয়ামনিকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পত্রিকা একাত্তর / মুহাম্মদ আবু
আপনার মতামত লিখুন :