জনতা ব্যাংক লিমিটেডের আওতায় নীলফামারীর ডোমারে চারজন কৃষকের মাঝে মোট ৩ লাখ ৮৭ হাজার টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে আজ।
সোমবার (৭ই নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে জনতা ব্যাংক লিমিটেডের ডোমার শাখার আয়োজনে অনুষ্ঠিত কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন—জনতা ব্যাংক লিমিটেডের ডোমার শাখার ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন, সিনিয়র অফিসার মিনহাস সাদাত সুপ্ত, অফিসার (আরসি) হাচানুর আলম জুয়েল প্রমুখ সহ সোনারায় ইউপির বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংক থেকে কৃষি ও পল্লী ঋণ গ্রহীতারা হলেন—সোনারায় ইউনিয়নের সেকেন্দার আলীর ঋণের পরিমাণ ১ লাখ ২ হাজার টাকা, এনামুল হকের ঋণের পরিমাণ ৬০ হাজার টাকা, জয়নাল আবেদীনের ঋণের পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকা এবং সাহেব আলীর ঋণের পরিমাণ ৭৫ হাজার টাকা।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :