বগুড়ার শেরপুরে পানির ট্যাংকের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মুঞ্জু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জু মিয়া গাড়িদহ ইউনিয়নের বাংড়া এলাকার চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিহত মঞ্জুর সহপাঠী রাজু জানান, মুঞ্জু মিয়া দীর্ঘ দিন ধরে পানির ট্যাংকের কাজ করে। এরই ধারাবাহিকতায় আজ সকালে শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মুজাহিদুল ইসলাম এর বাড়িতে কাজ করতে আসে। বাড়ির ছাদ থেকে এক ফিট দূরত্ব নেসকো বিদ্যুতের লাইনের তার।
কাজ করার সময় অসাবধানতাবশত সেই তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আতাউর রহমান জানান, শেরপুর থানার উপ-পরিদর্শক শফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পত্রিকা একাত্তর / মাসুম বিল্লাহ
আপনার মতামত লিখুন :