বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু


উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রকাশের সময় : ০৬/১১/২০২২, ১১:৫৮ অপরাহ্ণ / ২১২
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে রাতের আঁধারে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে লতাচাপলি ইউপির খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা । পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির শরীরের চামড়া অধিকাংশ ঝলসে গেছে। জানা গেছে, ওই ব্যাক্তি কে বা কোথায় থাকে তা এখন শনাক্ত করতে পারেনি পুলিশ।

পত্রিকা একাত্তর / মারুফ ইসলাম