নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে মো. রমিজ আলমের স্থলাভিষিক্ত হয়ে নিয়োগ পেয়েছেন পূবন আখতার।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) রংপুর বিভায়ীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পূবণ আখতারকে পদায়ন করা হয়। এর আগে, তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার নিজ জেলা ঠাকুরগাঁও।
উল্লেখ্য, গত ১৯শে অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমকে দিনাজপুর সদর উপজেলায় বদলি করা হয়। এরই প্রেক্ষিতে নতুনভাবে শূণ্যপদে পদায়নের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আজ।
পত্রিকা একাত্তর / রিশাদ