নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মো. আসাদুজ্জামান ভেনাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২রা নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়। এতে ফুটবল প্রতীকে ৬’শত ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান ভেনাস।
নির্বাচিত মো. আসাদুজ্জামান ভেনাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন—মোরগ প্রতীকে ফারহাজুল ইসলাম বাঁধন। তিনি পেয়েছেন ৫’শত ৭৭ ভোট। এছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে মো. জাহাঙ্গীর আলম নুরা পেয়েছেন ২৬ ভোট।
উল্লেখ্য, গত ৫ই জানুয়ারীর ইউপি নির্বাচনে ওয়ার্ডটির সাধারণ সদস্য নির্বাচিত হয়েছিলেন মো. তফিজুল হক। তিনি মৃত্যুবরণ করায় তাঁর শূণ্যপদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
পত্রিকা একাত্তর/রিশাদ