পটুয়াখালীর লোহালিয়া সেতু নির্মাণ কাজের জন্য ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপা নৌ পথে দুই (২) তলা লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিন মাস এই লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। হঠাৎ করে দোতলা লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার ফলে ভোগান্তিতে পড়েছে এই নৌপথের যাত্রীরা।
অন্য দিকে বুধবার(০২ নভেম্বর) ভোর চারটার দিকে ঢাকা থেকে আসা এমভি বাগের হাট-২ লঞ্চটি পটুয়াখালীর লঞ্চ টার্মিনালে গেলে স্থানীয় প্রশাসন সকল যাত্রীরদের নেমে নিজেদের গন্তব্যে যাওয়ার নির্দেশ দেয়। তাই গলাচিপা পৌর এলাকা সহ শতাধিক ব্যবসায়ীর পণ্য অতিরিক্ত ভাড়া দিয়ে পরিবহণ করতে হয়েছে।
লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন গলাচিপা, আমখোলা, কলাগাছিয়া সহ বিভিন্ন এলাকার যাত্রী ও ব্যবসায়ীরা। এতে যাত্রী, ব্যবসায়ী ও লঞ্চ কর্তৃপক্ষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সেতু নির্মাণ এর কাজের জন্য একটু সেক্রিফাইস করতে হবে-এমনটা জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক।
পত্রিকা একাত্তর / মারুফ ইসলাম
আপনার মতামত লিখুন :