চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. আরমান (২৭) নামে আরেক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়ায় সালেহ আহমদ সওদাগরের পুকুর পাড়ের ঝোপের ভিতর থেকে বস্তাভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় শামসুল আলম চৌধুরীর কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ আব্দুল আজিজ (২৮) এর কাছ থেকে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফুল। পরে এ ঘটনায় তার ছোট ভাই মো. হামিদ বাদী হয়ে একটি নিখোঁজ জিডি করেন চন্দনাইশ থানায়।
নিহত মো. আরিফুল ইসলাম উপজেলার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাসিমপুরের মো. ইয়াকুব আলীর মেঝ ছেলে। দুই সন্তানের জনক আরিফুল পেশায় পিকআপ চালক। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্ট পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন