বগুড়ার গাবতলী উপজেলার পার-রানির পাড়া গ্রামের বিল কাতলাহার ধানের জমি থেকে আরিফ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে গাবতলী থানা পুলিশ। আরিফ পার-রানির পাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র। বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।
নিহত আরিফের বাবার সাথে কথা বলে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিকাল বেলা নিহত আরিফ স্থানীয় মালেক বাজার যাওয়ার কথা বলে বের হয়ে যায়। রাত বাড়ার সাথে সাথে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে আরিফকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে আরিফকে না পাওয়া গেলে ৩১ অক্টোবর গাবতলী থানাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আরিফের বাবা।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, (১ নভেম্বর) দুপুর আনুমানিক বারোটার আমরা জাতীয় পরিষেবা ৯৯৯ এর জানতে পারি রানীর পাড়া এলাকার কাতলাহার বিল সংলগ্ন একটি ধানের জমিতে অর্ধগলিত লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠাই এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি।
তিনি আরো জানান, কি কারনে হত্যাকান্ড এটা আমরা এখনো নিশ্চিত নয় তবে আমাদের বেশ কিছু ইউনিট কাজ করছে হত্যার রহস্য উদঘাটনের জন্য।
পত্রিকা একাত্তর / রাজিবুল ইসলাম রক্তিম