যশোরের মনিরামপুরে মনোহরপুর খন্দকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সরজমিনে যেয়ে জানা যায় সোমবার মধ্যরাতের দিকে স্কুলের তালা ভেঙে ও কেটে এ চুরির ঘটনা ঘটে।
অত্র স্কুলের শিক্ষক বিক্রমজিৎ বিশ্বাস বলেন সকালে আমি বিদ্যালয়ে এসে জানতে পারি এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা খুবই বিরল এর তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
ওই ওয়ার্ড এর গ্রাম পুলিশ মোঃ মাসুম বিল্লাহ জানান মধ্য রাতের দিকে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটায় এর তদন্ত সাপেক্ষে আসামিদের খুজে বের করে সঠিক প্রদানের জোর দাবি জানাই। স্কুলের প্রধান শিক্ষিকা রেবেকা খাতুন এর কাছে ক্ষয় পরিমাণ জানতে চাওয়া হলে তিনি বলেন অত্র বিদ্যালয়ের মোট ২০ টি সিলিং ফ্যান কেটে নিয়ে যাওয়া হয়েছে আর কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছিনা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খাতুন বলেন মনিরামপুর থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
পত্রিকা একাত্তর