বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলন

Md Shakil Molla

Md Shakil
Molla

৮ আগস্ট, ২০২৪, ২ months আগে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করেন সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৮আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেমোমবাতি প্রজ্জ্বলন করেন।

এ সময় এক সাধারন শিক্ষার্থী এ কথা বলেন, ১৫ জুলাই থেকে শুরু করে ৬ আগস্ট পর্যন্ত আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন এবং জনতা শহীদ হয়েছেন।যাদের এই আত্মত্যাগে আমরা একটি ফ্যাসিবাদ ভয়াল দুঃশাসনের রিজিম থেকে মুক্ত হয়েছি,সেই বীর শহীদদের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে।

প্রথম কথা তাদের আত্মা শান্তি পাবে যদি আমরা তাদের আকাঙ্কিত রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন করতে পারি যেখানে কোনো দুর্নীতি, অন্যায় অনিয়ম থাকবে না,সকলে নির্ভয়ে থাকতে পারবে এবং সর্বক্ষেত্রে সুযোগের সমতা পাবে।

আগামীকাল (শুক্রবার)আমরা দৌলতদিয়াসাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র জনতার স্মরণেনিজ নিজ এলাকার সকল মসজিদে শহীদের স্মরণে দোয়ার আয়োজন করব এবং এই আন্দোলনে আহত সকল ছাত্র জনতার সুস্থতার জন্য দোয়া করব।এ সময় সকলকে থাকার জন্য আহ্বান করেন।

আর একটি বিষয় আমাদের সকলের মনে রাখতে হবে এত ত্যাগে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি তা যেন ভূলুণ্ঠিত না হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news