এবারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের ব্যাট

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

এবারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের ব্যাট

টসে জিতে ফিল্ডিং নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান, প্রতিপক্ষ আফগানরা৷ ব্যাটে নেমে ৩৬ রানের প্রথম উইকেট হারায় আফগানিস্তান, পরের ওভারেই আরেকটি উইকেট হারিয়ে ৪৩ রানে ২ উইকেট হারায় আফগানরা। পরবর্তীতে কারীম জান্নাত ও ইব্রাহীম জর্ডানের জুটিতে ৭৮ রানের মাথায় সাজঘরে ফিরে কারীম জান্নাত।

মাঠে প্রবেশ করে নাজিবুল্লাহ জর্ডান। গুটিখানেক রান নিয়ে ১৪ ওভারে ৯১ রানের মাথায় সাজঘরে ফিরেন নাজীবুল্লাহ। পরের বলেই নাসিম শাহের বলে বোল্ড হয়ে ০ (শূন্য) রানে ফিরে যায় মোহাম্মদ নাবী। ধীরে ধীরে ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ১০৪ রান৷

ব্যাট হাতে ক্রিজে ইব্রাহীম ও ওমরজাই৷পরের ওভারেই আউট হয়ে যান ইব্রাহিম জর্ডান । ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে তালিকায় প্রথম উঠে যায় হারিস রউফ। স্কোরবোর্ড তখনঃ-১০৫/৬......১৭ ওভার৷ ব্যাট হাতে ওমরজাই ও রশীদ খান। ১৮ তম ওভারে রশীদ খানের চার,ওমরজাইয়ের তুলে দেওয়া ক্যাচ ড্রপের মধ্য দিয়ে, ওভার শেষে রান ১১৩/৬। ১৯ তম ওভারে বল হাতে আসেন নাসিম শাহ, ওভার শেষে আফগানদের সংগ্রহ ১১৯/৬। শেষ ওভার, বল হাতে হারিস রউফ।

দুটো ডট বল, তৃতীয় ও চতুর্থ বলে রশীদ খানের ব্যাট হতে ছক্কা ও চার এবং শেষে ২০ ওভারে সর্বমোট ১২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। ২০ ওভারে ১৩০ রানের লক্ষ্যে জয় ছিনিয়ে এবারের আসরে ফাইনাল নিশ্চিতের মাঠে নামবে পাকিস্তান।

পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news