শিল্পাঞ্চল আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আয়নাল হক (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আনোয়ার হোসেন নামের আরও এক শ্রমিক আহত হয়।
রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার দিকে আশুলিয়া পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক এর বাড়ী বগুড়া জেলার ধনুট থানার কোনাগাতী এলাকার মৃত রমজান আলীর ছেলে। আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
প্রতক্ষ্যদর্শী মিনহাজ বলেন, ফজলু মাষ্টারের ৩ তলা বিল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আয়নাল নামের একজন শ্রমিক নিচে পড়ে যায়। পরে এলাকাবাসি তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনেছি সে মারা গেছে। এ সময় আরও একজন আহত হয়েছে বলে তিনি জানান। এ সময় অন্যান্য প্রতক্ষ্যদর্শীরা বলেন, কারেন্টের তারের ওপর মাচা তৈরি করে বিল্ডিং কাজ করতে ছিলেন তারা। এ সময় একজন বিদ্যুৎ স্পৃষ্টে একজন মারা যায়।
বিদ্যুতের তারের ওপর কাজ করায় এ ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
পত্রিকা একাত্তর / সোহাগ হাওলাদার