রাত পোহালেই বহুল কাঙ্খিত ও আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন।
শেষ মুহুর্তে এ বির্বাচন বেশ জমে উঠেছে। সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে সকল প্রার্থীর লোকজন আঁট ঘাঁট বেঁধে নেমে পড়েছে যার যার পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইতে। বড় দুইটি রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা নির্বাচন করার কারণে সমিতি অরাজনৈতিক সংগঠন হলেও এখন রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।
এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী। কোম্পানীগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় দুটি দলের দলীয় কোন্দল চরম পর্যায়ে। দু’দলই দুভাগে বিভক্ত। যে দল দলীয় কোন্দল থেকে কাটিয়ে উঠে ভোটারদের (সদস্য) নিজের পক্ষে আনতে পারবে সে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জয় নিশ্চিত হবে বলে সুধী মহলের ধারনা।
পত্রিকা একাত্তর / আবু সাঈদ শাকিল