নীলফামারীর ডোমার উপজেলায় ভ্যানে করে গাছের গুড়ি আনতে গিয়ে রাস্তা চিকন হওয়ায় গাছের সাথে ভ্যানগাড়ির ধাক্কায় আব্দুল জব্বার (৪৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮শে অক্টোবর) সকাল ১১টায় চিলাহাটি ড্রেনের পাড় থেকে ভ্যানে করে গাছের গুড়ি নিয়ে কেতকীবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজস্বপাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের সাথে লেগে ভ্যানে থাকা গাছের গুড়ি দড়ি ছিড়ে ভ্যানচালকের উপর চাপা পড়ে তৎক্ষনাৎ মারা যান তিনি। নিহত আব্দুল জব্বার চিলাহাটির বেন আমিনের পুত্র।
স্থানীয়রা জানান, অনেক দিন যাবৎ নিহত আব্দুল জব্বার ভ্যানে করে কাঠ ব্যবসায়ী মমিনার ও সাইফুলের গাছের গুড়ি টানতেন। আজকেও সে ভ্যানে করে গাছের গুড়ি নিয়ে যাচ্ছিল। রাস্তাটি চিকন হওয়ায় গাছের তাঁর মৃত্যু হয়।
এবিষয়ে ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম (রোমান) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজস্বপাড়ার রাস্তাটি সরু হওয়ায় ভ্যানে থাকা গাছের গুড়ি রাস্তার গাছে লেগে দড়ি ছিড়ে গাছের ভ্যানচালক আব্দুল জব্বারের মাথায় লাগলে সেখানে মৃত্যুবরণ করে সে।
পত্রিকা একাত্তর/রিশাদ