সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মৃত লোকমান প্রামাণিকের ছেলে মোহাব্বত আলী (৩৫) দীর্ঘদিন ধরেই পারিবারিক হতাশায় ভুগছিলেন। মাঝে মধ্যে নেশাও করতেন।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে বাড়ির পাশে বাঁশঝার তলায় একটি গাছের সাথে এলাকাবাসী মোহাব্বতের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহাদ আলী বলেন, ‘পারিবারিক সূত্রে জানা যায় মোহাব্বত দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন ও নেশাও করতেন। এলাকাবাসী খবর দিলে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি ও ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোহাব্বত আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পত্রিকা একাত্তর / শাহাদত হোসেন
আপনার মতামত লিখুন :