আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার একমাত্র শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। এতে ৭ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—উজ্জ্বল কানজিলাল (১নং ক্রমিক), বেলাল হোসেন (২নং ক্রমিক), মোজাহেদুল ইসলাম (৩নং ক্রমিক), মামুনুর রশিদ বসুনিয়া সজিব (৪নং ক্রমিক), রাজু আমিন (৫নং নং ক্রমিক), রাশেদুজ্জামান রাশেদ (৬নং ক্রমিক) ও সাজ্জাদ কিবরিয়া পাপ্পু (৭নং ক্রমিক)।
ডোমার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা জানান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে গত ১৬-১৮ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান, ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ তালিকা প্রকাশ, ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল। নির্বাচনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
শতবর্ষী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠান হওয়ায় প্রার্থীদের কাছে অভিভাবক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের বেশকিছু আকাঙ্খা রয়েছে। এরমধ্যে, বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকাজ বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দাবী সকলের।
উল্লেখ্য, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন।
পত্রিকা একাত্তর / রিশাদ