খানসামায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৫ আগস্ট, ২০২২, ১ year আগে

খানসামায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, থানা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়,খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল।

এ সময় বক্তারা বলেন, শেখ কামালের আধুনিক চিন্তা-চেতনার ধারণা তখন দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে। শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ক্রীড়াঙ্গন ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে তার দৃপ্ত পদচারণা ছিল।

নাটক করতেন, সেতার বাজাতেন। স্পন্দন শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছিলেন। প্রাণচাঞ্চল্যে ভরপুর এক তরুণ ছিলেন তিনি। শেখ কামাল চলে গেলেও তার সাড়ে তিন বছরের কর্মকা-ই তাঁকে বাঁচিয়ে রাখবে আজীবন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মারুফ হাসান, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া কামনা করা হয়।

পত্রিকাএকাত্তর /আজিজুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news