বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে নীলফামারীর ডোমার উপজেলার আকাশে। উত্তর জনপদে শীত নামার আগে আকাশ পরিষ্কার থাকলে ডোমার উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিবছর দেখা যায় ভারতের সিকিম রাজ্যের সাথে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গটি।
সোমবার (২৩শে অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম বোড়াগাড়ীর কলেজপাড়া এলাকার রেললাইন থেকে দেখা যায় সূর্যের আলোয় ক্ষে রং বদলে অপার্থিব সৌন্দর্যের শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এছাড়া গতকাল বিকেলেও একই স্থান থেকে অস্তমিত সূর্যের রশ্মিতে সোনালী কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছেন বলে জানান অনেকেই।
আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত এলাকা থেকে আরও স্পষ্টভাবে শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এতে বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটেছে। বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে পশ্চিম আকাশে তাকালে পর্বতশৃঙ্গটি উঁকি দিচ্ছে বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে কাঁটাতার বিহীন আকাশে।
মূলতঃ অক্টোবর মাসেই শীত নামার আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর থেকে স্পষ্টভাবে দেখা যায় পর্বতশৃঙ্গটি। কাঞ্চনজঙ্ঘার নান্দনিক দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। পঞ্চগড়ের মতো উত্তরের জেলা ঠাকুরগাঁও এবং নীলফামারী থেকেও এটি দেখা যায়।
স্থানীয় তরুণ আরিফ হোসেন বলেন, সকালে সূর্যের কোমল আলোয় গাঁ এলিয়ে দিতে হাঁটতে বেরিয়ে পশ্চিমাকাশে তাকাতে চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা। এদিক থেকে কিছুটা অস্পষ্ট হলেও, মোটামুটি সুন্দর নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমি অবাক হয়েছি। আকাশে মেঘ না থাকলে পর্বতশৃঙ্গটির আরও অপরূপ সৌন্দর্য আমাদের ডোমার থেকেই উপভোগ করা যাবে।
এবিষয়ে চিলাহাটির বাসিন্দা ইমরান চৌধুরী নাহিদ বলেন, চিলাহাটি বাংলাদেশের শেষ সীমানা। গতবছর রেল যোগাযোগ বৃদ্ধিকল্পে চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত খুলে দেওয়া হয়েছে৷ এছাড়া চিলাহাটি স্থলবন্দরের কাজ চলছে। আগামীতে শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে চিলাহাটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হবে আশাবাদী। ধীরে ধীরে সকল সুযোগ-সুবিধা চালু হচ্ছে উত্তর জনপদের ডোমার উপজেলায়। এটি ইতিবাচক হিসেবে কাজ করবে এই এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে।
উল্লেখ্য, হেমন্তের শুরুতে ঘন কুয়াশা না থাকলে ডোমার উপজেলার চিকনমাটি ভাদুর স্কুলের পূর্বদিকের ব্রিজ, ডোমার-নীলফামারী সড়কের সোনারায়ের আগে অবস্থিত বড় কালভার্ট ও চিলাহাটির অধিকাংশ জায়গা সহ উঁচু স্থান থেকে ভোর সকালে কিংবা সূর্যাস্তের আগে বিকালবেলা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
পত্রিকা একাত্তর / রিশাদ