“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২২’ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
শনিবার (২২শে অক্টোবর) সকালে ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২২’ উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখি, শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক রুহুল আমিন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সদস্য মনছুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসের মুখ্য ভূমিকায় ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ তারই আন্দোলনের ফলশ্রুতিতে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। সড়কে গাড়ি চলাচলে নিয়ম-শৃঙ্খলা না মেনে অসাবধানতায় গাড়ি চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।এছাড়া সড়কের জায়গার ওপর অবৈধ দোকানপাট গড়ে তোলায় সড়ক সংকীর্ণ হয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। সকলকে নিয়ম মেনে ট্রাফিক আইন মেনে চলাচল আহ্বান জানান তারা।
পত্রিকা একাত্তর / রিশাদ