আটপাড়ায় উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

আটপাড়ায় উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২

'মাছে ভাতে বাঙালি ''এটি বাংলাদেশের একটি অতি প্রাচীন প্রবাদ।একসময় এ দেশে ছিল ঘোলা ভরা ধান, মাঠ ভরা ফসল ও পুকুর ভরা মাছ।নদী নালা, খাল বিল ছিল মাছের এক বিশাল অভয়ারণ্য।

কিন্তু সাম্প্রতিক সময়ে জলবায়ুগত পরিবর্তন ও অধিক জনসংখ্যার ফলে প্রকৃতির এই সুস্বাদু প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে।

বাঙালি জাতির প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা ও ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ সরকার ২৩জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭দিনকে ঘোষণা করেছে জাতীয় মৎস্য সপ্তাহ।

আজ ২৩জুলাই ২০২২ ইং তারিখ হতে শুরু হলো মৎস্য সপ্তাহ উদযাপন।নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে শুরু হলো মৎস্য সপ্তাহ উদযাপন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া -কেন্দুয়া ৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও সাংবাদিকবৃন্দ।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news