চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলনীর সমন্বয় সমিতির ৫ বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত দৌলতপুর চার্চ অব কলনীর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ভোটার সংখ্যা ৪৪ জন, মোট ভোটা কাস্ট হয়েছে ৩৭ টি, সভাপতি পদে ছাতা প্রতীক ২৯ ভোট পেয়ে মো. বেলায়েত জমাদার নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সভাপতি পদে মো. ছেলামত পাটোয়ারী চেয়ার প্রতীকে ৮ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. আবু তালেব, ক্যাষিয়ার পদে নির্বাচিত মো. কাঞ্চন পাটোয়ারী , সদস্য পদে অলি উল্লাহ তালুকদার ও মো. হাসান মিস্ত্রি নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলনীর দৌলতপুর স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহিন হাওলাদার। তার সঙ্গে নির্বাচনের পোলিং ও পিজাইডিং মো.ফারুল আমিন, ও রিয়াজ দায়িত্বে ছিলেন।
এ সময় চার্চ অব বাংলাদেশের প্রতিনিধি মো. ছায়েদ ফারাজি, চরমানিকা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাউদ্দিন, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি, চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক সেলিম রানা, সাংবাদিক হাসান লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চার্চ কলনীর ভোটারগন উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / শামছুদ্দিন খোকন