নীলফামারী জেলা পুলিশের আওতাধীন ডোমার থানায় বার্ষিক পরিদর্শন করেছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
বৃহস্পতিবার (২০শে অক্টোবর) নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ডোমার থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী। এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ।
এরপর থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন পুলিশ সুপার। থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পত্রিকা একাত্তর / রিশাদ