জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন না করায় নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল ইসলামকে শোকজ করা হয়েছে।
এর আগে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিন পালন ও শেখ রাসেল দিবস উদযাপন না করায় গত ১৮ই অক্টোবর বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক, দাতা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার (১৯শে অক্টোবর) ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের মধ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে বিদ্যালয়ে কোনো সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন না করা ও সরকারী নির্দেশনা অমান্য করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না মর্মে বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।
এবিষয়ে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম জানান, দিবসটি উপলক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন না করার ব্যপারে অভিযোগ পেয়ে বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। এতে প্রধান শিক্ষক কর্মসূচি বাস্তবায়ন করেছেন বলে জানান।
উল্লেখ্য, গত ১৮ই অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। এবছর প্রথমবারের মতো পালিত হয় ‘শেখ রাসেল দিবস’। যা প্রতিবছর চলমান থাকবে।
পত্রিকা একাত্তর / রিশাদ