বিরামপুরে এক কলেজ ছাত্র গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। নিহত ছাত্রের নাম শামীম হোসেন (১৯)। সে বিনাইল ইউনিয়নের গোপালপুর গ্রামের মিলন হোসেনের ছেলে। বুধবার (১৯ অক্টোবর) সকালে বিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম শাকিল জানান, নিহত শামীম পেশায় একজন কলেজ ছাত্র। বুধবার সকালে শামীমের ঘরের দরজা অনেক সময় ধরে বন্ধ থাকা দেখে বাড়ির লোকদের সন্দেহ হলে ঘরের দরজা ও জানালার ফাঁক দিয়ে দেখেন ঘরের বরগার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে শামীম। তিনি আরও বলেন, নিহত শামীম মানসিক ও ভারসাম্যহীন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত যুবকের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এঘটনায় বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পত্রিকা একাত্তর / এবিএম মুছা