নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে নীলফামারীর ডোমারে পল্লী সমাজের অংশগ্রহণে ব্র্যাকের উদ্যোগে মিলনমেলা এবং স্থানীয়দের মাঝে বিনোদন মূলক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (১৯শে অক্টোবর) উপজেলার ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিঘলটারী এলাকায় বেসরকারি সংস্থা ব্র্যাকের বাস্তবায়নে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. সাফিন বেগম। এতে সভাপতিত্ব করেন—ব্র্যাকের আইন ও সুরক্ষা কর্মকর্তা লতিফুর রহমান।
এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে বিশেষ আলোচনা করা হয়। বাল্যবিয়ের কুফল সম্পর্কিত পরামর্শ প্রদান করে সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোরী এবং অভিভাবকদের ধারণা দেন বক্তারা।
পরে, এলাকার বয়স্কদের মাঝে ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা, নারীদের মাঝে ঘরোয়াভাবে বালিশ খেলা এবং কিশোর-কিশোরীদের মাঝে কুইজ ও বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পত্রিকা একাত্তর / রিশাদ