মেঘনা থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার ভোলা মেঘনা নদী থেকে বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ইলিশা নৌ-থানা পুলিশ।
অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। লাশের শরীরে বেশিরভাগ অংশ পঁচে গেছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর উপজেলা ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন আজ বুধবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে বস্তাবন্দি অর্ধগলিত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, তাকে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর লাশের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহমুদ