গত ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় ঝিনাইদহতেও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে সতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড.এম হারুন অর রশীদ ১৫ ভোটের ব্যবধানে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কনক কান্তি দাসের বিপরীতে জয় লাভ করেন।
আজ দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা শাখার জাতীয় পার্টির নেতা কর্মীরা নব নির্বাচিত চেয়ারম্যান এম হারুন অর রশিদের সাথে সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন,আব্দুর রাজ্জাক (সভাপতি হরিণাকুণ্ডু উপজেলা জাতীয়পার্টি), মোজাম্মেল হক (সাধারন সম্পাদক হরিণাকুণ্ডু উপজেলা জাতীয় পার্টি),
আব্দুস সামাদ (সহ সভাপতি হরিণাকুণ্ডু উপজেলা জাতীয় পার্টি), নাজের মন্ডল(সভাপতি হরিণাকুণ্ডু পৌর শাখা),আমিরুল ইসলাম (সভাপতি জাতীয় পার্টি রঘুনাথপুর ইউনিয়ন), মাসুদ (সাবেক সাধারন সম্পাদক ভায়না ইউনিয়ন জাতীয় পার্টি), আক্কাস শাহ (সভাপতি কাপাশাটিয়া ইউনয়ন) সহ আরও অনেকে।
পত্রিকা একাত্তর / মাহফুজুর রহমান উদয়