রংপুরের সিনিয়র সাংবাদিক, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি, লেখক, গবেষক ও সংগঠক লেখক আফতাব হোসেন মারা গেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ছিলো ৬২ বছর। তিনি ১ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
আফতাব হোসেন এর জানাজার নামাজ আজ বাদ আছর পীরগাছার নবদীগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পূর্ণ হয়। উল্লেখ্য, আফতাব হোসেন এর জন্ম রংপুর জেলার পীরগাছা উপজেলার নবদীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। তিনি প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন।
আফতাব হোসেন রংপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সুজন রংপুর জেলা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিকতা জীবনে রংপুরের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বেতার রংপুরের সিনিয়র খবর পাঠক ছিলেন। আফতাব হোসেন লেখক ও গবেষক হিসেবে সমাদৃত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন ‘সাংবাদিকতার পথে পথে’।
এছাড়াও মুক্তিযুদ্ধের গল্প ও রোকেয়া পঞ্চানন দুইবাংলার সেতু বন্ধন। তার প্রকাশিত বই তিনটিই পাঠক প্রিয়তা পেয়েছে সমানভাবে। সাংবাদিক আফতাব হোসেন মৃত্যুতে জাগ্রত সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবু তালেব, সভাপতি মোঃনুর ইসলাম নোবেল, সহ-সভাপতি মোঃতরিকুল ইসলাম,উপদেষ্টা মোঃসিরাজুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিঠির নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর /আবু তালেব