ডোমারে রোভিং সেমিনার অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৭ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে রোভিং সেমিনার অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুন) ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু বক্কর সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন—ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “এখন পুরো বিশ্ব মোবাইলের মাধ্যমে হাতের মুটায়। ওয়েব সাইট থেকে আবহাওয়ার তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে কৃষককে এগিয়ে যেতে হবে। ওয়েব সাইটের মাধ্যমে আবহাওয়ার তথ্যগুলো জানলে আপনাদের ফসলের ক্ষয় ক্ষতির পরিমাণ কম হবে। পাশাপাশি এইসব তথ্য আপনাদের মাধ্যমে জেনে অন্য কৃষকরা উপকৃত হবে।”

উল্লেখ্য যে, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news