অপহরণের দীর্ঘ ৪ মাস পর অপহৃতাকে উদ্ধার করেছে নোয়াখালীর ডিবি পুলিশ। এ সময় অপহরণের মুল নায়ক কে গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ই জুন সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলা নং ৪৩/২৩১ সুত্র ধরে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
দীর্ঘ প্রায় চার মাস পর ১৭ই অক্টোবর সোমবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি সুজনকে গ্রেফতার ও ভিকটিম রুবিকে উদ্ধার করতে সক্ষম হয় ডিবি।
এর আগে, প্রেম ভালবাসা জনিত কারণে মোঃ সুজন (৩৩), পিতা-হেঞ্জু মিয়া,গ্রাম জামালপুর(স্বর্নকার বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, সে একই বাড়ীর বাসিন্ধা রুবি আক্তার (১৫) পিতা-আব্দুর রহিমকে নিয়ে গিয়ে উভয় পরিবারের অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করে। এই ব্যাপারে রুবির পিতা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার এবং মামলার অধিকতর তদন্তের জন্য মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করেন, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম।
পত্রিকা একাত্তর / আবু সাঈদ শাকিল