ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ – ৫ গৌরীপুর আসনে ১৭ অক্টোবর সোমবার শাস্তিপুর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
মোট ভোটার ছিল ১৪৬। সাধারন সদস্য পদে মোট প্রার্থী ছিল ৪ জন। মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী ৪ জন। চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিন্দ্বীতা করেন। নির্বাচনে এ আসনে সাধারন সদস্য পদে গোলাম সামদানী সুমন (হাতি) ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আব্দুল কাদির (তালা) ৪০ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা পদে আরজুনা কবির (টেবিল ঘড়ি) পেয়েছেন ৬০ ভোট তার নিকটতম নাজমুন নাহার মুক্তা (ফুটবল) পেয়েছেন ৫৪ ভোট। এ কেন্দ্রে চেয়ারম্যান পদে ইউসুফ খান পাঠান পেয়েছেন আনারস(প্রতিক) ৮৫ ভোট, তার নিকটতম মো. নুরুল ইসলাম ঘোড়া প্রতিক পেয়েছেন ৪১ ভোট।
পত্রিকা একাত্তর / হুমায়ুন কবির