চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিলশেডে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭.১০.২০২২ তারিখ চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৬.১০.২০২২ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় নির্বাচনে নিয়োজিত অফিসার- ফোর্সের নির্বাচনে করণীয়-বর্জনীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন উক্ত ‘ব্রিফিং অনুষ্ঠানে’ নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে নির্বাচন ডিউটিতে নিয়েজিত অফিসার ফোর্সদের নির্বাচন ডিউটিতে করনীয়-বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন।
ভোট গ্রহন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সুষ্ঠু ভোট গ্রহন নিশ্চিত করতে ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, আনসার কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার, ফোর্স এবং আনসার-ভিডিপি সদস্যগণ।
পত্রিকা একাত্তর / তারিকুর রহমান