বাইনতলা ইউনিয়নের প্রাণকেন্দ্রে ৭ দোকান পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

৮ জুন, ২০২২, ১ year আগে

বাইনতলা ইউনিয়নের প্রাণকেন্দ্রে ৭ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি দোকান। গতকাল মঙ্গলবার (৭জুন) সন্ধ্যা ৭টায়আরামপাল উপজেলার বাইনতলাইউনিয়নের প্রাণকেন্দ্র চাকশ্রী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ১৬ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত এবং ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে সন্ধ্যা ৭টার দিকে চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল) বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় ওই জ্বালানি তেলের দোকান, ডাকঘর, একটি কাপড় ও চায়ের দোকানসহ মোট ৭টি ঘর পুড়ে যায়।

আগুন লাগার পর স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর পেয়ে রাত ৮টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্তলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকীর আব্দুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ক্ষতিগ্রস্ত দোকানদার হাফিজুর রহমান বলেন আমার শেষ সম্বল ঢুকে পড়েছে উঠে দাঁড়ানোর উত্তরগুলো ক্ষমতা নাই আমার আমার সংসারের খরচ সব এই কাপড়-চোপড়ের দোকানের পর থেকে যেত দোকানে আমার নগদ কিছু কাজ ছিল পার্শ্ববর্তী দোকানদার জিল্লুর রহমান বলেন আমার দোকানটা ছিল সরকারি পোস্ট অফিস এবং আইটি সেন্টার আমার সাতটা কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news