প্রভাব বিস্তার করতে এমপি কবিরুল হক মুক্তির নেতৃত্বে কালিয়া পৌর ভবনে স্বসস্ত্র হামলা ও ভাঙচুর নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করতে ১ নং ওয়ার্ড (কালিয়া উপজেলা) সাধারণ সদস্য পদে প্রার্থী যুবলীগের কালিয়া উপজেলার আহ্বায়ক রবিউল ইসলাস খানকে সঙ্গে নিয়ে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তির নেতৃত্বে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে কালিয়া পৌর ভবনে হামলা ও ভাঙচুর চালায়।
এতে এক গাড়ী চালক আহত হন। শনিবার রাত ১০ টার দিকে কালিয়া পৌর ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টা থেকে কালিয়া পৌর ভবনে মেয়র ওয়াহিদুজ্জামার হীরার উপস্থিতিতে প্রতিপক্ষ প্রার্থী শাহীন সাজ্জাদ খান পলাশ ও তার লোকজন মিটিং করছেন এমন খবর পায় এমপি মুক্তি। এরপর রাত ১০ টার ৫ মিনিটে তাঁর সমর্থিত প্রার্থী রবিউল ইসলাস খানকে সঙ্গে নিয়ে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে পৌর ভবনে হামলা চালায়।
এসময় ভবনের নীচতলায় তালাবদ্ধ থাকায় প্রতিপক্ষ প্রার্থী ও তার লোকজনকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং প্রাইভেট গাড়ি ভাঙচুর ও চালককে মারপিট করে। এসময় হামলাকারীরা শর্ট গানের গুলি ছোঁড়ে। এ প্রসঙ্গে কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামার হীরা বলেন,‘পরিকল্পিতভাবে এমপি মুক্তি সমর্থিত প্রার্থী রবিউল ইসলাস খানকে সঙ্গে নিয়ে তাঁর নেতৃত্বে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী পৌর ভবনে হামলা ও ভাঙচুর চালায়।
বিষয়টি সিসিটিভি ফুজেজে ধারণ করা আছে। এটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায়। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু