দীর্ঘদিন পর মঞ্চনাটক দিয়ে ফিরছেন ফারহানা মিলি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩ জুন, ২০২২, ১ year আগে

দীর্ঘদিন পর মঞ্চনাটক দিয়ে ফিরছেন ফারহানা মিলি

ফারহানা মিলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। ধারাবাহিক নাটক জুট জামেলা তে অংশগ্রহণ করে তার অভিনয় কর্মজীবন শুরু করেন।

২০০৯ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ‘মনপুরা’ ছবিতে কাজ করার আগেও ফারহানা মিলি বাংলা টিভি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট নাটকে মিলি অভিনয় করছেন।

দীর্ঘদিন ধরে তিনি লোকনাট্য দলের সঙ্গে সংযুক্ত মিলি। এ দলের ‘তপস্বী ও তরঙ্গিণী’ নাটকটি ২৫ বছর পর ফিরছে মঞ্চে। বুদ্ধদেব বসু রচিত ও লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটকটির মাধ্যমে ফারহানা মিলিরও মঞ্চে ফেরা হচ্ছে।

অভিনেত্রী জানিয়েছেন, পাঁচ বছর যাবৎ মঞ্চে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে নাটকটি। এত দিনে শেষ হচ্ছে অপেক্ষার পালা। ৫ জুন ‘তপস্বী ও তরঙ্গিণী’র টেকনিক্যাল শো অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

এ নাটকে ফারহানা মিলি অভিনয় করবেন তরঙ্গিণী চরিত্রে। আগে এ চরিত্রে কয়েকজন অভিনেত্রীকে দেখা গেছে। মিলি জানিয়েছেন, টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি এখন থেকে মঞ্চেও সময় দেবেন তিনি।

ফারহানা মিলি বলেন, মঞ্চনাটক দিয়েই আমি অভিনেত্রী হয়েছি। প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই, মনে হয় এটাই আমার আসল ঠিকানা। সব সময় মঞ্চের কাছাকাছিই ছিলাম। কিন্তু সব মিলিয়ে সময় বের করা হয়ে উঠত না। লাকী স্যারের মাধ্যমে আবারও মঞ্চে তরঙ্গিণী রূপে দর্শকের সামনে আসছি। এটা আমার কাছে খুব ভালো লাগার ব্যাপার।

পত্রিকা একাত্তর/ মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news