নীলফামারীতে পুষ্টি সমন্বয় কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ জুন, ২০২২, ১ year আগে

নীলফামারীতে পুষ্টি সমন্বয় কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসের অনুষ্ঠান আয়োজিত। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, ১০ ইউনিয়নের চেয়ারম্যান ও তিন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৩১শে মে) সকাল সাড়ে ৯টায় নীলফামারী জেলার নটখানা টিএলএম ট্রেনিং সেন্টারে দুইদিন ব্যাপীপ্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে নিরাপদ খাদ্যেরপর্যালোচনা পূর্বক নানা বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন—ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী,মাল্টি সেক্টরাল গর্ভনেন্স কেয়ার বাংলাদেশ’র ম্যানেজার গোলাম রব্বানী,নীলফামারীর সহকারী প্রজেক্ট ম্যানেজার পোরশিয়া রহমান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ্ প্রমুখ।

উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘জানো’ প্রকল্পের আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলার ৭টি উপজেলায় শিশু, কিশোরী, গর্ভবতী এবং প্রসূতি মায়ের পুষ্টির উন্নয়নে কাজ করে আসছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news