ঢাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়ে বগুড়া পুলিশের একটি টিম। বুধবার ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ জানায়, ঢাকা থেকে এক ভিকটিমকে উদ্ধার করে ফিরছিল বগুড়া সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম। সাদা পোশাকে মাইক্রেবাসে করে তারা আসার পথে কড্ডার মোড়ের মাঝামাঝি স্থানে পৌঁছলে ছিনতাইকারী চক্র ঢিল ছুড়ে তাদের গতিরোধ করে।
এ সময় কয়েকজন ছিনতাইকারী মাইক্রোবাসে থাকা পুলিশের সঙ্গে জবরদস্তি করে একটি ওয়াকিটকি, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পত্রিকা একাত্তর / নুরআলম