patrika71
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বাক প্রতিবন্ধী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের মধ্যে আটকিয়ে বাক প্রতিবন্ধী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় দা দিয়ে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছে তার তিনটি দাঁত,থেতলে দেওয়া হয়েছে তার সারা শরীর।

গুরুতর আহত বাক প্রতিবন্ধী মনির হোসেন (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সিএন্ডবি সড়ক সংলগ্ন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি – ১ এর সাব স্টেশনের মধ্যে।

সাব স্টেশনের পার্শ্ববর্তী বসবাসরত প্রত্যক্ষদর্শী রিনা বেগম নয়া দিগন্ত কে জানান, সাব স্টেশনের পাশেই মনিরের ঘর। তার আঙিনায় থাকা সবছি গাছ সাব স্টেশনের দেয়ালে বেয়ে ওঠায় তা কেটে ফেলে বিদ্যুৎ অফিসের লোকজন।

মনির এ বিষয় সাব স্টেশনে থাকা কর্মীদের কাছে গাছ কাটার কারন জানতে চাইলে কথাকাটাকাটির একপর্যায় স্টেশনে থাকা লাইনম্যান রিয়াজের নেতৃত্বে ৪-৫ জন তাকে রুমের মধ্যে ধরে নিয়ে যায়। এরপর চলে অমানুষিক নির্যাতন। মনিরের গোঙ্গানি শুনে তার কিশোরী মেয়ে বাবাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত মনিরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে মনিরের আহত হওয়ার খবর এলাকায় ছডিয়ে পরলে বিক্ষুব্ধ এলাকাবাসী সাব স্টেশনের চারপাশ ঘিরে রাখে।

পরে পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার মোকলেচুর রহমান সঠিক বিচারের আশ্বাস দিলে তার জিম্মায় পল্লী বিদ্যুৎ কর্মীদের ছেড়ে দেয় এলাকাবাসী। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল- ১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাশ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি, ওখানে আমার অফিসে কর্মরত ২ জন লেবারও আহত হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর /ইমাম হোসেন